মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশার সরিষা ইউপির আন্দুলিয়া ও পূর্ব প্রেমটিয়া দুই বাড়ীতে সন্ত্রাসীদের হানা॥মহিলা লাঞ্ছিত

  • আপডেট সময় রবিবার, ২০ মে, ২০১৮

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির আন্দুলিয়া ও পূর্ব প্রেমটিয়া গ্রামে গত ১৮ই মে রাতে দুই বাড়ীতে ৬/৭জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের একটি দল হানা দেয়।
জানাযায়, শুক্রবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজ দল আন্দুলিয়া গ্রামের সুশান্ত বসাকের বাড়ী ও পার্শ্ববর্তী পূর্ব প্রেমটিয়া গ্রামের বুদ্ধিশ্বর বসাকের বাড়ীতে হানা দেয়। বুদ্ধিশ্বর বসাক দরিদ্র কৃষক পরিবারের এবং সুশান্ত বসাক একটি বিস্কুট কোম্পানীর সেলসম্যান।
গতকাল ১৯শে মে বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিন পূর্ব প্রেমটিয়া গ্রামের বুদ্ধিশ্বর বসাক জানান, রাত ৮টার দিকে আন্দুলিয়া গ্রামের দুই সন্ত্রাসী প্রথমে বাড়ীতে ঢুকে তার স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে জোর করে বাড়ী থেকে ধরে নিয়ে ৩/৪শ গজ দূরে একটি পুকুর পাড়ে কলা বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষনের হুমকী দেয় এবং ১৩হাজার টাকা চাঁদা দাবী করে। ওই সময় বুদ্ধিশ্বরের স্ত্রী সম্ভ্রম বাঁচাতে ৫হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করে সন্ত্রাসী চাঁদাবাজদের কবল থেকে রক্ষা পায়।
ওই মহিলা জানান, তাকে ধরে নেওয়ার সময় সন্ত্রাসী তানি, আবু সাঈদ ও ফিরোজ ছিল। তিনি জানান, সন্ত্রাসী-চাঁদাবাজরা দুর্নাম রটিয়ে ফয়দা লুটার চেষ্টা করছে। তিনি বলেন, আমার স্বামী ভীতু মানুষ। আমরা গরীব হলেও খারাপ প্রকৃতির না। উল্লেখিত লোকজন বিভিন্ন সময়ে তার পরিবারকে নানাভাবে ক্ষতিসাধন করতে তৎপর রয়েছে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বর্ণা নামের ১৫বছরের ১টি কন্যা ও সরণ নামের ৯বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। দুবৃর্ত্তের ভয়ে মেয়ে স্বর্ণাকে ঢাকায় তার মামার বাসায় পাঠানো হয়েছে। মেয়ে স্বর্ণা সেখানে লেখাপড়া করছে। ছেলে সরণ আন্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে লেখাপড়া করছে। শিশু সরণ জানায়, ঘটনার সময় সে ঘরের বারান্দায় লেখাপড়া করছিল। সন্ত্রাসীরা যখন তার মাকে জোর করে বাড়ী থেকে ধরে নিয়ে যায় সে তখন তাদের পিছুপিছু যায়। শিশু ছেলে সরণ পিছু লেগে থাকার কারণেই হয়তো সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে ক্ষতি করতে পারেনি বলে জানান। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এরপরে অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজ দলটি পাশ্ববর্তী আন্দুলিয়া গ্রামের একটি বিস্কুট কোম্পনীর সেলসম্যান সুশান্ত বসাকের বাড়ীতে যায়।
সুশান্ত বাসাক জানান, রাত ৯টার দিকে আন্দুলিয়ার নজরুল ইসলাম তানি ও আবু সাঈদ তার বাড়ীতে যায়। কথা আছে বলে তারা সুশান্ত বসাককে ডেকে নিয়ে বাড়ীর অদূরে একটি পাটক্ষেতের পাশে নিয়ে যায়। সেখানে এক মহিলার তার অবৈধ সম্পর্কের অজুহাত তুলে তাকে জীবন নাশের হুমকী প্রদর্শন করে এবং ১০হাজার টাকা চাঁদা দাবী করে তারা। সুশান্ত বসাক মহিলার সাথে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলে তারা জীবন রক্ষায় সুশান্ত বসাকের নিকট ১০হাজার টাকা চাঁদা দাবী করে। একপর্যায়ে প্রাণভয়ে সুশান্ত বসাক তাদেরকে ৫হাজার টাকা প্রদান করতে বাধ্য হয়।
সুশান্ত বসাক আরো জানান, পাটক্ষেতের পাশে তানি ও আবু সাঈদ যখন তাকে ভয়ভীতি-হুমকী প্রদর্শন করছিল তখন পাশে সন্ত্রাসীদলের আরও কয়েকজন ছিল বলে উল্লেখ করেন তিনি। ক্ষতিগ্রস্ত সুশান্ত বসাক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তবে জনশ্রুতি আছে, লোকলজ্জার ভয়ে ঘটনার শিকার হওয়া ব্যক্তিবর্গ নির্যাতনের ব্যাপারে মুখ খুলছে না।
এদিকে, বুদ্ধিশ্বর বসাকসহ স্থানীয় লোকজন জানায়, ঘটনার পরপরই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি মহল তৎপর হয়েছে বলেও জানান গ্রামবাসী লোকজন। এ খবর লেখা পর্যন্ত পাংশা থানায় মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!