॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১২ই মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে পাচারের শিকার হওয়া এক যুবতী (২৮)কে উদ্ধার করাসহ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ যৌনপল্লীর বাড়ীওয়ালা সুজন খন্দকার(২৮) এবং দালাল মোছাঃ বিনা(৪০)। তাদের মধ্যে বাড়ীওয়ালা সুজন খন্দকার দৌলতদিয়ার শাহাদত মেম্বারের পাড়ার মৃতঃ মোহাম্মদ আলী খন্দকারের ছেলে এবং দালাল বিনা পাবনা জেলার আমিনপুর থানার দরিয়াপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
র্যাব জানায়, প্রায় ৭মাস পূর্বে দালাল বিনা তার প্রতিবেশী ওই যুবতীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়ীওয়ালা সুজন খন্দকারের নিকট তুলে দেয়। তারপর থেকে ওই যুবতীকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করানো হতো। পতিতাবৃত্তির থেকে পরিত্রাণ চাইলে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে নির্যাতন করা হতো। ওই যুবতীর ভাই ঘটনাটি ফরিদপুর র্যাব ক্যাম্পে অবহিত করে তাদের সহযোগিতা চাইলে র্যাবের দলটি অভিযান চালিয়ে তাকে উদ্ধার করাসহ বাড়ীওয়ালা সুজন খন্দকার ও দালাল বিনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওই যুবতীর ভাই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেছে।