॥আশিকুর রহমান॥ গুলশানের হলি আর্টিজান বেকারীতে হামলায় নিহত জঙ্গিদের অন্যতম সহযোগী এবং হামলার অন্যতম আসামী কামার ফেরদৌস বেগ (২৯)কে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব-৪।
গ্রেফতার হওয়া কামার ফেরদৌস বেগকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গত সোমবার গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে কামার ফেরদৌস বেগকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও হেডকোয়ার্টাস গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের গণমাধ্যম শাখার পক্ষ বেলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হলি আর্টিজান হামলাকারীদের বিশেষ সহযোগী ছিলো বলে স্বীকার করেছে। তারা একই সঙ্গে এক বাসায় থাকতেন। এমনকি তারা একই সঙ্গে জঙ্গি ট্র্রেনিং নিয়েছিলেন। হলি আর্টিজান হামলার দিন তারা এক সঙ্গে বাসা থেকে বেড় হোন। তবে কামার ফেরদৌস বেগ হলি আর্টিজান হামলায় সরাসরি অংশ গ্রহন করেনি বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতার হওয়া কামার ফেরদৌস বেগের বিরুদ্ধে সাভার মডেল থানায় (মামলা নং-৫২(৪)২০১৭) মামলা রয়েছে বলে জানাগেছে।