শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় দাবা প্রতিযোগিতা সমাপ্ত॥পুরস্কার বিতরণ

  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

॥পাংশা প্রতিনিধি॥ পাংশায় গতকাল ১৮ই নভেম্বর দুইদিন ব্যাপী ডক্টর কাজী মোতাহার হোসেন দাবা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকালে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুইদিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকাস্থ ডিডিসি লিমিটেড’র ম্যানেজিং ডাইরেক্টর, কলিমহর জহুরুন্নেছা শিক্ষা নগরীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন।
গতকাল শনিবার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকাস্থ ডিডিসি লিমিটেড’র ম্যানেজিং ডাইরেক্টর, কলিমহর জহুরুন্নেছা শিক্ষা নগরীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, আইডিয়াল গার্লস কলেজ ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক কাজী তাহেরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ডিডিসি লিমিটেড’র পরিচালক নিলুফার রফিক, ডিডিসি লিমিটেড’র অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মাহমুদ তাসীন চৌধুরী, ডিডিসি লিমিটেড’র পরিচালক জেহ্রা জেরীন, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর ও একেএম শরিফুল মোরশেদ রনজু, নাট্যালোকের নাট্য সম্পাদক আরিফ খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শেষে পাংশা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় দুইদিন ব্যাপী ডক্টর কাজী মোতাহার হোসেন দাবা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!