॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার মধ্যে গতকাল ১৬ই নভেম্বর থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।
সকাল ১০টায় সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি ট্যাবলেট খাওয়ায়ে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. একেএম আজাদুর রহমান। এ সময় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ আঃ রহিম বকস ও সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম বিশ^াস উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড.একেএম আজাদুর রহমান বলেন, আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। মানুষের হাত ধৌত করা সেটা যেমন বোঝে না তেমনি কৃমি ওষুধ খাওয়া সেটাও অনেক লোক বোঝে না। সমাজটাকে পাল্টাতে হবে। উন্নয়ন মানে চাকুরী নয়। তোমরা মুক্ত চিন্তা করো তাহলে দেশ ও সমাজের সকলের লাভ হবে।
সিভিল সার্জন ডাঃ আঃ রহিম বকস বলেন, স্বাস্থ্যই সকল সুখের মুল। তারা যদি সুস্থ্য ভাবে বেড়ে না উঠে তাহলে কোন কিছুই সম্ভব না।কৃমি আমাদের অনেক ক্ষতি করে যেমন রক্ত চুষে খায়। রক্ত ক্ষমতা কমে যায়। তাদের বেড়ে ওঠা সম্ভব না। আমাদের বার্ষিক জিডিপির ১% কমে যায় এই কৃমির জন্য। যদি আমরা সবাই কৃমির ওষুধ খায় তাহলে আমরা সবাই কৃমি মুক্ত হবো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মোল্লা।