॥স্টাফ রিপোর্টার॥ ‘সম্মিলিত সাংবাদিক পরিষদ, রাজবাড়ী’ নামক হঠাৎ গড়ে ওঠা সংগঠনের সাথে এবং এই সংগঠনের কোন কর্মকান্ডের সাথে জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করেছেন রাজবাড়ী জেলা ও উপজেলা পর্যায়ের প্রগতিশীল সাংবাদিক নেতৃবৃন্দ।
গতকাল ১৪ই নভেম্বর একটি অনলাইনের ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট দেখে রাজবাড়ী জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দ তাদের এবং সংগঠনের অবস্থান পরিস্কার করেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, অতি সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রেরণের জন্য জেলা প্রশাসকের দপ্তরে দাখিলকৃত বিভিন্ন সাংবাদিক সংগঠনের তালিকাতেও নাম নেই ওই সংগঠনটির। এছাড়াও জেলা তথ্য অফিসসহ সংশ্লিষ্ট সরকারী কোন দপ্তর বা সংস্থার কাছে এ সংগঠনের কোন তথ্য উপাত্ত নেই।
এ বিষয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও আরটিভির প্রতিনিধি এম.মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের প্রতিনিধি এম.দেলোয়ার হোসেন, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোঃ মতিউর রহমান, সহ-সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুহাঃ শহিদুল ইসলাম হিরণ, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম, রাজবাড়ী রিপোর্টার্স ইউটিনির সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি শিহাবুর রহমান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক ডিবিসি টিভির প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোক্তার হোসেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সভাপতি রঘুনন্দন শিকদার, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ রফিকুজ্জামান লিটন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আজিজ এবং গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক রাজবাড়ী খবরের সম্পাদক মোঃ নূরুল ইসলাম সিকদার এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ হেলাল মাহমুদ জানান, সম্মিলিত সাংবাদিক পরিষদ, রাজবাড়ী’ নামক সংগঠনের সাথে আমরা বা আমাদের সাংবাদিক সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে নেতৃবৃন্দ সকলকে সজাগ থাকার আহবান জানান।