॥স্টাফ রিপোর্টার॥ ১০দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে আজ ১৪ই নভেম্বর সকালে ভারতে যাচ্ছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। তার অবর্তমানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড.একেএম আজাদুর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
আগামী ১৫ই হতে ২৪শে নভেম্বর পর্যন্ত ভারতের মুসৌরিতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি)তে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসকদের জন্য ‘স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম ফর ডেপুটি কমিশনারস অব বাংলাদেশ’-এ অংশগ্রহণের জন্য তিনি ভারতে যাচ্ছেন।
রাজবাড়ীসহ বাংলাদেশের মোট ১৮টি জেলার জেলা প্রশাসক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তারা হলেন ঃ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পটুয়াখালীর জেলা প্রশাসক ড.মোঃ মাসুমুর রহমান, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল মান্নান, গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, নীলফামারির জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় এবং লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এই জেলা প্রশাসকগণ গতকাল ১৩ই নভেম্বর বেলা ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিং সভায় অংশ নেন।