রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

১০দিনের প্রশিক্ষণে আজ ভারতে যাচ্ছেন রাজবাড়ীর জেলা প্রশাসক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ ১০দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে আজ ১৪ই নভেম্বর সকালে ভারতে যাচ্ছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। তার অবর্তমানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড.একেএম আজাদুর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
আগামী ১৫ই হতে ২৪শে নভেম্বর পর্যন্ত ভারতের মুসৌরিতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি)তে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসকদের জন্য ‘স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম ফর ডেপুটি কমিশনারস অব বাংলাদেশ’-এ অংশগ্রহণের জন্য তিনি ভারতে যাচ্ছেন।
রাজবাড়ীসহ বাংলাদেশের মোট ১৮টি জেলার জেলা প্রশাসক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তারা হলেন ঃ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পটুয়াখালীর জেলা প্রশাসক ড.মোঃ মাসুমুর রহমান, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল মান্নান, গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, নীলফামারির জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় এবং লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এই জেলা প্রশাসকগণ গতকাল ১৩ই নভেম্বর বেলা ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিং সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!