সোমবার, ১৩ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর সাবেক তিন এসপিসহ ৪কর্মকর্তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

॥দেবাশীষ বিশ্বাস॥ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক(অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ৩৩জন পুলিশ সুপার। গতকাল ৮ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা ১৭৬০ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির এ আদেশ জারি করা হয়।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৩জন যথাক্রমে ঃ মোঃ রেজাউল করিম,পিপিএম-সেবা(যোগদান ৩০-১০-২০০৬ হতে ২২-১১-২০০৬ পর্যন্ত), মহাঃ আশরাফুজ্জামান(যোগদান ২৭-৮-২০০৯ হতে ১৯-৬-২০১০ পর্যন্ত) এবং মোঃ রেজাউল হক,পিপিএম-সেবা(১৪-৭-২০১১ হতে ২১-৮-২০১৪ পর্যন্ত) রাজবাড়ী জেলার পুলিশ সুপার পদে এবং মোঃ মজিদ আলী,বিপিএম, ১৯৯৯ সালে শিক্ষানবীস সহকারী পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য, মোঃ রেজাউল করিম ২০০৬ সালে পুলিশ সুপার পদে যোগদানের কিছুদিন পূর্বে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
গতকাল ৮ই নভেম্বর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন ঃ যথাক্রমে ঃ সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) গোয়েন্দা বিভাগের(ডিবি) উপ-পুলিশ কমিশনার(ডিসি) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ অধিদপ্তরের এআইজি গাজী মোঃ মোজাম্মেল হক, ডিএমপির ডিসি মহাঃ আশরাফুজ্জামান, এসবির বিশেষ পুলিশ সুপার এজেডএম নাফিউল ইসলাম, ডিএমপির ডিসি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তর এআইজি এস.এম আক্তারুজ্জামান, ডিএমপির ডিসি মোঃ ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএনের পুলিশ সুপার মোঃ হায়দার আলী খান, পুলিশ অধিদপ্তরের এআইজি মোঃ মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুর রহমান ভূইয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার বেগম আতিকা ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি মোঃ রুহুল আমিন,বিপিএম, এসএমপি উপ-পুলিশ কমিশনার সিলেট বাসুদেব বনিক, উপ-পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রাম মোঃ সুজায়েত ইসলাম, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক,বিপিএম, মোঃ শেরপুর জেলার পুলিশ সুপার রফিকুল হাসান গনি, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান,বিপিএম, পুলিশ অধিদপ্তরের এআইজি (সিকিউরিটি সেল) মোঃ রেজাউল হক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের(এনটিএমসি) অতিরিক্ত পরিচালক (পুলিশ সুপার) মোঃ মনির হোসেন, আরএমপি রাজশাহীর উপ-পুলিশ কমিশনার একেএম নাহিদুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি মোঃ মনিরুজ্জামান বিপিএম(বার), ব্রাহ্মণবাড়ীয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মোঃ মুনিবুর রহমান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কুমিল্লা অঞ্চল পরিতোষ ঘোষ, নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পিবিআই ঢাকার পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদপ্তরের এআইজি কাজী জিয়া উদ্দিন এবং বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,বিপিএম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!