॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে রাষ্ট্র বিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। গতকাল ২৪শে অক্টোবর সকালে “ঐ নতুনের কেতন ওড়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে অনার্স প্রথমবর্ষ রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী।
তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় পাংশা কলেজ সরকারী হয়েছে। আর এ কাজে তাকে সহযোগিতা জুগিয়েছেন উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ। কলেজ সরকারীকরণে তার ব্যাপক অবদান রয়েছে। কলেজ সরকারীকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। পাংশা কলেজ সরকারী হয়েছে বলেই আমি ১৫ মাস হলো এ কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।
তিনি বলেন, পাংশা সরকারী কলেজে শিক্ষার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তার প্রভাব পড়েছে। আজকের অনার্স প্রথমবর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা শিক্ষার্থীদের জীবনগড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে উল্লেখ তরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন ও মোঃ আব্দুর রউফ, কোষাধ্যক্ষ শিব শঙ্কর চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল হক খান, লুসিফার জেসমিন, রফিকুল ইসলাম ও রিপা রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান।
এ অনুষ্ঠানের পরে বাংলা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার সমাজবিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও গণিত বিভাগের অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পাংশা কলেজে রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু
