॥গোলাম রব্বানী॥ বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের আয়োজনে গত ২০ ও ২১শে অক্টোবর ২দিনব্যাপী রাজবাড়ী সরকারী কলেজে কম্পিউটার কক্ষে ৬০তম জোটা ও ২১তম জোটি অনুষ্ঠিত হয়।
এর উদ্বোধন করেন রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ ও কলেজের রোভার স্কাউটের গ্রুপ সভাপতি প্রফেসর মোঃ খলিলুর রহমান। এ সময় জেলা রোভারের সম্পাদক মোঃ আব্দুর রশিদ মিঞার সভাপতিত্বে জেলা রোভারের কমিশনার ও সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ জয়নাল আবেদিন, জেলা রোভারের যুগ্ম-সম্পাদক এ.কে.এম সাইফুল ইসলাম, সিনিয়র রোভার মেট প্রতিনিধি গোলাম রব্বানী, রোভার শামিম, শিহাব ও রুপা প্রমুখ উপস্থিত ছিলেন।
২শিফটে মোট ৮০জন রোভার ও গার্ল-রোভার এতে অংশগ্রহণ করে। জেলা শহরের কাছাকাছি কলেজ থেকে এদেরকে বাছাই করে আনা হয়। তারা ৫টি চ্যালেঞ্জে সফলভাবে অংশগ্রহণ করে। এর মাধ্যমে জাম্বুরি অনদা এয়ার ও জাম্বুরি অনদা ইন্টারনেট, জাতীয় এই প্রোগ্রামটি রাজবাড়ী জেলা রোভারের ব্যবস্থাপনায় সুসম্পন্ন হয়।