॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের পুরাতন বাজারস্থ উদয়ন নাট্যগোষ্ঠীর উদ্যোগে ৩দিন ব্যাপী নাট্যউৎসব শুরু হয়েছে। গত ২৪শে ডিসেম্বর রাত সাড়ে ৮টায় নাট্যউৎসবের উদ্বোধন করেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ।
উদয়ন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর মন্ডলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও আসন্ন রাজবাড়ী জেলা পরিষদের ১২নং আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাভলু বিশ্বাস ও উদয়ন নাট্যগোষ্ঠীর পরিচালক সোহরাব মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিবানদের সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড জোরদারকরণে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে বিশেষ অতিথি পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ উদয়ন ক্লাবের উন্নয়নে ১লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়া অনুষ্ঠানের উদ্বোধক পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ উদয়ন ক্লাবের উন্নয়নে পাংশা উপজেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর মন্ডল বলেন, নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে পুরাতন বাজারে উদয়ন ক্লাব এখন পর্যন্ত টিকে আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব উদযাপন করে এলাকার মানুষের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করি। এ ধারা অব্যাহত রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের অধ্যাপক হাজারী আবুল হাসিম, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী মালু, যশাই ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উদয়ন ক্লাবের অন্যতম সংগঠক ইদ্রীস আলী বাবু।
জানাযায়, উদ্বোধনী রাতে ‘অশ্রু দিয়ে লেখা’ ও গতকাল রবিবার রাতে ‘স্বামীর চিতা জ্বলঝে’ নাটক মঞ্চায়িত হয়। আজ সোমবার রাতে ‘শহীদ কারবালা’ নাটক মঞ্চায়িত হবে।