Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বারিধারা স্কলার্স ইনস্টিটিউশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসে অবস্থিত বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই)-এর বার্ষিক বিজ্ঞান মেলা -২০১৭ নিজস্ব স্কুল ভবনে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে হেডকোয়ার্টার লজিস্টিকস এরিয়া কমান্ডার ঢাকা সেনানিবাস এবং প্রধান পৃষ্ঠপোষক, বিএসআই মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এনডিসি, পিএসসি, এএফডব্লিউসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ মোজাম্মেল হক,পিএসসি, কমান্ড্যান্ট সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো(সিওডি) ঢাকা সেনানিবাস, চেয়ারম্যান, গভর্ণিং বডি, বিএসআই ।
প্রধান অতিথি এবং চেয়ারম্যান এ মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তাদের বিজ্ঞানভিত্তিক সৃষ্টিধর্মী প্রতিভা এবং চিন্তাচেতনার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়াও অভিভাবক ও অতিথিবৃন্দ এ মেলা ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং বিএসআই বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্ট সমূুহের মানের প্রশংসা করেন -আইএসপিআর।