॥স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য সফররত রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
গত ১৪ই অক্টোবর লন্ডনের স্থানীয় সময় রাত ১০টায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তারেক রহমানের বাসভবনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে তাদের সঙ্গে দীর্ঘ ১ঘন্টা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে বৈঠকের পাশাপাশি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবায়দা রহমানের সাথেও কুশল বিনিময় করেন। এ সময় লন্ডন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গত ১০ই অক্টোবর লন্ডনে পৌঁছান। তিনি আগামী ২১শে অক্টোবর দেশে ফিরবেন বলে জানাগেছে।
লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে খৈয়মের বৈঠক
