রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার ওপর মাঠ পর্যায়ে যৌথ অনুশীলন গতকাল বুধবার ঢাকার মিরপুরস্থ ইস্টার্ন হাউজিং পল্লবীতে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে গত ৮ই অক্টোবর হতে Disaster Response Exercise and Exchange (DREE)-২০১৭ এর অনুষ্ঠান শুরু হয়েছে।
অনুশীলনের উদ্দেশ্য ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা পরীক্ষা ও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা অর্জন, ভূমিকম্প মোকাবেলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিসমূহ দেশীয় ব্যব¯হাপনায় একীভূতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান আহরণ এবং বিভাগীয় ও মাঠপর্যায়ে অনুরূপ অনুশীলন এবং বাস্তবায়নের লক্ষ্যে দূর্যোগ ব্যব¯হাপনার সাথে সংশ্লি¬ষ্ট ব্যক্তিবর্গকে প্রশিক্ষিত করা।
উক্ত অনুশীলনের প্রাথমিক পর্যায়ে গত গত ৮-০৯ই অক্টোবর দেশী ও আন্তর্জাতিক সংস্থাসমূহের ভূমিকম্পের উপর বিভিন্ন ধরনের উপস্থাপনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে গত ৯ ও ১০ই অক্টোবর ২০১৭ তারিখে ঞTable Top Exercise অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ পর্যায়ের অনুশীলনের অংশ হিসেবে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় বিভিন্ন সরকারী, বেসরকারি ও জাতিসংঘ অফিসসমূহ এবং বিদেশীসহ প্রায় ১৩০টি সংস্থা হতে আনুমানিক ১৪০০ জন অংশগ্রহণ করেছে। এছাড়া কানাডা, চীন, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেছে। এ অনুশীলনে সকল স্তরের দেশী ও বিদেশী সংস্থাসমূহের স্বতস্ফুর্ত অংশগ্রহণ বাংলাদেশে ভূমিকম্প পরবর্তী দূর্যোগ মোকাবেলা প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহড়ায় সংসদ সদস্য আলহ¡াজ ইলিয়াস উদ্দিন মোল্ল¬াহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ধরনের অনুশীলন বাংলাদেশের ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা আরও সুসংহত করবে এবং পাশাপাশি আঞ্চলিক দূর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!