॥মোখলেছুর রহমান॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ৮জন জেলেকে ১মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৮ই অক্টোবর বিকেলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম মহেন্দ্রপুর কাটাখালের মুখের পশ্চিম পাশে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কালুখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু এবং কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানের সময় ১০ কেজি ইলিশ মাছ, ৫হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়।
দন্ডপ্রাপ্ত জেলেরা হলো ঃ পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাইদুল মিয়া(২৪) ও জহিরুল মিয়া(৩৫), গোপালপুর গ্রামের আত্তাপ প্রামানিকের ছেলে মোকলেস(৩৫) ও আঃ রাজ্জাক, মোহনপুর গ্রামের মৃতঃ দবির উদ্দিন মন্ডলের ছেলে আলমগীর মন্ডল(৩২), পাংশা উপজেলার চড়আফরা গ্রামের মৃতঃ সাহেব আলী সরদারের ছেলে চুন্নু সরদার(২২), শাহ্মীরপর গ্রামের মৃতঃ হোসেন জোয়ার্দ্দারের ছেলে মিজানুর রহমান(৩০) ও রাশেদ জোয়ার্দ্দার(২৫)। অভিযান শেষে জব্দকৃত ৫হাজার মিটার কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।