বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ১৬দিনব্যাপী চলচ্চিত্র উৎসব উদ্বোধন॥প্রদর্শিত হলো চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’

  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গতকাল ৬ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় ১৬দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি এডঃ শফিকুল আজম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমী ফিল্ম সোসাইটির মূখ্য সম্পাদক এম দেলোয়ার হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, প্রফেসর শংকর চন্দ্র সিনহা প্রমুখ।
এ সময় আমন্ত্রিত দর্শক হিসেবে এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ চলচ্চিত্র দেখতে আসা শিশুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ১৬ দিনের উৎসবে মোট ৪৪টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় রিয়াজুল রিজু’র নির্মিত চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। তবে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪০/৫০জন স্কুল শিক্ষার্থী ছাড়া অন্যা কোন দর্শক দেখা যায়নি।
আজ ৭ই অক্টোবর বিকাল ৩টায় সুমন ধরের ‘দর্পণ বিসর্জন’, পৌনে ৬টায় সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় শামীম আখতারের ‘রীনা ব্রাউন’, ৮ই অক্টোবর বিকাল ৩টায় নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ, পৌনে ৬টায় আবু সাইয়ীদের ‘শঙ্খনাদ’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় অমিতাভ রেজার ‘আয়নাবাজি’, ৯ই অক্টোবর বিকাল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’, পৌনে ৬টায় খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় এনামুল করিম নির্ঝরের আহা !’, ১০ই অক্টোবর বিকাল ৩টায় সামিয়া জামানের ‘রাণীকুঠির বাকী ইতিহাস’, পৌনে ৬টায় নারায়ণ ঘোষ মিতার ‘লাঠিয়াল’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় মোস্তফা সরওয়ার ফারুকীর ‘টেলিভিশন’, ১১ই অক্টোবর বিকাল ৩টায় চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, পৌনে ৬টায় আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’, ১২ই অক্টোবর বিকাল ৩টায় ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’, পৌনে ৬টায় হুমায়ুন আহমেদের ‘আগুনের পরশমণি’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’, ১৩ই অক্টোবর বিকাল ৩টায় আজিজুর রহমানের ‘ছুটির ঘন্টা’, পৌনে ৬টায় তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘অন্তর্যাত্রা’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’, ১৪ই অক্টোবর বিকাল ৩টায় আব্দুস সামাদের ‘সূর্যগ্রহণ’, পৌনে ৬টায় আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, ১৫ই অক্টোবর বিকাল ৩টায় কোহিনূর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, পৌনে ৬টায় সারাহ কবরীর ‘আয়না’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’, ১৬ই অক্টোবর বিকাল ৩টায় বশীর হোসেনের ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’, পৌনে ৬টায় গোলাম রাব্বানী বিপ্লবের ‘স্বপ্নডানায়’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় মাসুদ আখন্দের ‘পিতা’, ১৭ই অক্টোবর বিকাল ৩টায় কাজল আরেফীনের ‘সুরুজ মিয়া’, পৌনে ৬টায় কাজী মোরশেদের ‘ঘানি’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় ছটকু আহমেদের ‘সত্যের মৃত্যু নেই’, ১৮ই অক্টোবর বিকাল ৩টায় সালাহউদ্দিনের ‘সূর্যস্নান’, পৌনে ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’, ১৯শে অক্টোবর বিকাল ৩টায় কবির আনোয়ারের ‘সুপ্রভাত’, পৌনে ৬টায় কাজী হায়াতের ‘দাঙ্গা’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় গৌতম ঘোষের ‘শঙ্খচিল’, ২০শে অক্টোবর বিকাল ৩টায় এহতেশামের ‘পিচঢালা পথ’, পৌনে ৬টায় তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ এবং ২১শে অক্টোবর বিকাল ৪টায় মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এছাড়াও ২১শে অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের পর সন্ধ্যা সাড়ে ৭টায় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্রের প্রদর্শন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!