॥মোক্তার হোসেন॥ আসন্ন পরীক্ষা মৌসুমে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা হাইস্কুল মাঠে গত ২রা অক্টোবর থেকে চলছে যাত্রানুষ্ঠান। চলবে আগামী ৬ই অক্টোবর পর্যন্ত। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রানুষ্ঠানের উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
এদিকে যাত্রানুষ্ঠানের পাশাপাশে এলাকায় মাইকে প্রচার করে নীল আকাশ লাকী কুপন লটারী ২০১৭ এর কুপন বিক্রি করা হচ্ছে। আগামী ৭ই অক্টোবর রাত ১০টায় লট্ররীর ড্র অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। লটারীর ড্র অনুষ্ঠান সরাসরি টিভিতে দেখানো হবে বলেও প্রচার করা হচ্ছে।
জানাযায়, ২০ টাকা মুল্যের কুপন লাটারীতে ১ম পুরস্কার ১টি মোটর সাইকেল, ২য় পুরস্কার ১টি ফ্রিজ, ৩য় পুরস্কার ১টি মোবাইল ফোন ও ৪র্থ পুরস্কার ১টি বাইসাইকেলসহ সর্বমোট ২৫টি পুরস্কার রয়েছে। গত কয়েক দিন ধরে পাংশা শহর, মাছপাড়া, হাবাসপুর, যশাই ও বাহাদুরপুর এলাকায় মাইকিং করে নীল আকাশ লাকী কুপন লটারী ২০১৭ এর কুপন বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে।
প্রশাসনিক অনুমোদন ছাড়াই ২০টাকা মুল্যের কুপন লাটারীর আয়োজন করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, স্থানীয় ছেলেরা যাত্রানুষ্ঠানে অভিনয় করছে। মেয়ে চরিত্রে অভিনয়ের জন্য বাইরে থেকে মেয়ে আনা হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া যাত্রানুষ্ঠান চলবে ৬ই অক্টোবর পর্যন্ত।