॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ‘শৃঙ্খলিত হাতে খুলি অবরুদ্ধ হৃদয়ের দ্বার’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর দিব্য নাট্য ও নৃত্যকলা একাডেমীর আয়োজনে গতকাল ৪ঠা অক্টোবর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩টি নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর-উল-করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ফরিদপুরের নাট্যকার ও নাট্য নির্দেশক গোবিন্দ বাগচী এবং রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(বাংলা) ও দিব্য নাট্যকলার উপদেষ্টা মোঃ ওলিউল আজম তৈমুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন দিব্য নাট্য ও নৃত্যকলা একাডেমীর সভাপতি আব্দুস সাক্তার কালু।
এ সময় সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম, ডিআইও-১ মোঃ জহুরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস ও দিব্য নাট্যকলা একাডেমীর সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিগণ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা বলেন, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। বর্তমানে যুবসমাজ মাদকের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। মাদক ও সঙ্গদোষে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। নাট্যচর্চা এসব থেকে দূরে রাখতে পারে। নাটক সুস্থ মনোভাব গড়ে তুলতে পারে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক সমাজ ব্যবস্থার উন্নয়নে একটি বড় বাধা। এই বাধা অতিক্রম করতে সকলকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে পুলিশ আপনাদের পাশে রয়েছে।
পরিবেশিত নাটক ৩টি হলো ঃ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘ওরা অকারণ’ এবং অনুপ কুমার ঘোষের রচিত ‘প্রত্যাশা’ ও রুখে ‘দাঁড়াও বাংলাদেশ’। ৩টি নাটকেরই নির্দেশনায় ছিলেন অনুপ কুমার ঘোষ। জঙ্গী ও মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই নাটক পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়।