॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ৩রা অক্টোবর দুপুরে সদর উপজেলার চরবাগমারা এলাকায় চরমপন্থীদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ৫রাউন্ড গুলিসহ চরমপন্থী দলের নেতা হাবিব ব্যাপারী ওরফে হাবি (৩২)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাবি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চরপাগলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
রাজবাড়ী ডিবির ইন্সপেক্টর মোঃ ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত হাবি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকা বাহিনীর জুলহাস গ্রুপের সক্রিয় নেতা। তাকে গ্রেফতারের জন্য আমরা বেশ কিছু দিন ধরে ওৎ পেতে ছিলাম। গতকাল ৩রা অক্টোবর দুপুর ১২টার দিকে খবর আসে চরবাগমারা এলাকার নাদেরের ইট ভাটার পেছনে হাবিসহ চরমপন্থী জুলহাস গ্রুপের ৫জন সদস্য গোপন বৈঠক করছে। এ গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাবিকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান ও ৫রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, হাবির বিরুদ্ধে ১টি হত্যা, ১টি ডাকাতি ও ১টি চুরি মামলা রয়েছে। এরমধ্যে চুরি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী।
এ ব্যাপারে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।