॥এম.এইচ আক্কাছ॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ২২শে ডিসেম্বর দিনগত রাত সাড়ে ৩টা থেকে গতকাল ২৩শে ডিসেম্বর পৌনে ১১টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ ছিল। প্রায় ৮ঘন্টা পর পুনরায় ফেরী চালু হয়।
উভয় ঘাটে লঞ্চসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে ৬টি ফেরী আটকা পড়ে। দিক হারিয়ে ফেরীগুলো মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয়। এছাড়াও প্রায় সপ্তাহব্যাপী যান্ত্রিক ত্রুটির কারণে এ রুটে রয়েছে ফেরী স্বল্পতা। এর সাথে ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরী বন্ধ থাকায় দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের লম্বা সিরিয়াল পড়েছে। গতকাল শুক্রবার কনকনে শীতে মাঝ নদীতে ঢাকা-খুলনাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ঘাট সুত্রে জানাযায়, যান্ত্রিক ত্রুটির কারণে এ রুটের নির্ধারিত ফেরীগুলো নিয়মিত চলাচল করতে পারছে না। গত সপ্তাহে হঠাৎ ৪/৫টি ফেরী বিকল হয়ে পড়ার পর থেকে এ রুটে যানজট শুরু হয়। তাছাড়া গতকাল সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত গাড়ীর বাড়তি চাপ ছিল। এরপর ঘন কুয়াশায় প্রায় ৮ঘন্টা ফেরী বন্ধ থাকার কারণে যানজট আরও বেড়েছে। ঘাট পরিদর্শনকালে দৌলতদিয়া ফেরীঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিঃমিঃ যানবাহনের লম্বা লাইন দেখা যায়। এ সিরিয়াল রাতে আরও বাড়তে পারে। কনকনে শীতে মহিলা ও শিশুসহ যাত্রীদের প্রায় ৬/৭ কিঃ মিঃ পথ পায়ে হেটে দৌলতদিয়া ঘাটে যেতে দেখা যায়।
এ সময় খুলনা থেকে আসা ঈগল পরিবহনের যাত্রী মজিবর রহমান, ঝিনাইদহের আরশাদ আলী, কানাইপুরের আলম তাদের দুর্ভোগের কথা জানান। রাজবাড়ীর জুলেখা বেগম জানান, লোকাল বাস তাকে গোয়ালন্দ পদ্মার মোড় নামিয়ে দিয়েছে। সেখান থেকে দৌলতদিয়া পর্যন্ত ১০ টাকা ভাড়া হলেও রিক্সা ভাড়া ১০০ টাকা চায়। তার কাছে অতো টাকা না থাকায় তাকে বাধ্য হয়ে বস্তা মাথায় করে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে হয়েছে। যাত্রীদের ফাঁকা সড়কে প্রকৃতির ডাকে সাড়া দেওয়াসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে দেখা যায়।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র ম্যানেজার মোঃ রুহুল আমিন ও আবু আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৩টা থেকে সকাল পৌনে ১১টা পর্যন্ত এ রুটে ফেরী চলাচল বন্ধ ছিল। সকাল ৮থেকে ৯টা পর্যন্ত কিছুক্ষণ চলাচল করতে পারলেও আবার বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ১১টায় কুয়াশা কেটে গেলে ফেরী চলাচল আবার স্বাভাবিক হয়। আবু আব্দুল্লাহ আরও জানান, বতর্মানে ১৪টি ফেরী চলাচল করছে। ফেরী মাধবীলতা প্রায় ৮মাস যাবৎ বিকল রয়েছে। তাছাড়া গতকাল শুক্রবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরীটি বিকল হওয়ার পর আজ মেরামত শেষে আবার বহরে যোগ হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে কপোতি ফেরীটি বসা আছে। তারা আরও জানান, ফেরী বন্ধ থাকায় যানবাহন আটকা পড়েছে।