বায়োমেডিক্যাল বিষয়ে দু’দিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান গতকাল শুক্রবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ই›সটিটিউট অব সাই›স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কনফারেন্সটি খুবই সময়োপযোগী এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য তাৎপর্যপূর্ণ। চিকিৎসা ও স্বাস্থ্য খাতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে তিনি মত পোষণ করেন।
এমআইএসটির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং এশিয়ান মেডিক্যাল স্টুডেন্টস এসোসিয়েশন(অগঝঅ) যৌথভাবে “ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ভড়ৎ ইরড়সবফরপধষ ঝঃঁফবহঃং ্ ণড়ঁহম উড়পঃড়ৎং (ইওঈড়ইঝ), ২০১৬” বিষয়ে ২৩ এবং ২৪ ডিসে¤¦র ২০১৬ তারিখ এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
উল্লেখ্য, এমআইএসটি বাংলাদেশে ২০০৫ সালে প্রথমবারের মত দেশে বিদ্যমান কারিগরি ও প্রকৌশল শিক্ষা জগতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নামের একটি নতুন ও অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রকৌশল শিক্ষাকার্যক্রম শুরু করেছে।
উক্ত সম্মেলনে বিভিন্ন গবেষক এবং নবীন চিকিৎসকগণ চিকিৎসা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন গবেষণাকর্ম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে আলোচনা করেন। এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের ছাড়াও সামরিক বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন গবেষক ও চিকিৎসকগণ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রী এবং নবীন চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সেমিনারে উল্লেখ্যযোগ্য সংখ্যক বিদেশী ছাত্রসহ আনুমানিক ৬০০ জন উপস্থিত ছিলেন -আইএসপিআর।