Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাজবাড়ীতে দিবালোকে বৃক্ষদস্যুদের তান্ডব সমবায় সমিতির ২হাজার গাছ কেটে ধ্বংস

॥শিহাবুর রহমান॥ কালুখালী উপজেলার মাজবাড়ী গ্রামে প্রগতি কৃষি সমবায় সমিতির বৃক্ষ রোপন প্রকল্পের বিভিন্ন প্রজাতির প্রায় ২হাজার ফলজ ও বনজ গাছ কেটে ধ্বংস করেছে বৃক্ষদস্যুরা। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই সমিতির ৫১জন সদস্য। গতকাল ২১শে ডিসেম্বর সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রগতি কৃষি সমবায় সমিতির সভাপতি কাজী আল আজাদ জানান, ২০০৭ সালে এলাকার ৫১জন অসহায় মানুষকে সাথে করে গড়ে তোলেন প্রগতি কৃষি সমবায় সমিতি। এই ৫১জন সদস্যের স্বেচ্ছাশ্রমে শুধু কৃষির ওপর নির্ভর করেই এ সমিতি এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে মাজবাড়ী গ্রামের চন্দনা নদীর পাড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত অব্যবহৃত ৯০শতাংশ জমি লীজ নিয়ে সমিতির পরিরিধি আরো বাড়ান। ওই জমিতে ও নদীর পাড় দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে ১৫০০ কলা গাছ, ২০০ আম গাছ, বিভিন্ন উন্নত প্রজাতির ৭০টি লিচু গাছ, ১২৫টি লেবু গাছ, ২৫টি আমড়া গাছ, ১০টি পেয়ারা গাছ ও ৪০টি আপেল কুল গাছ লাগিয়েছিলেন। এছাড়াও ৩০০টি তুত গাছ দিয়ে রেশমের প্রকল্প করেছিলেন। সেখানে তারা একটি অফিসও করেছিলেন।
গত ২০শে ডিসেম্বর গভীর রাতে সেই অফিসটি পুড়িয়ে দেয় মাজবাড়ী কলোনীপাড়ার লোকজন। অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গানো ছিল। ছবিগুলোও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল ২১শে ডিসেম্বর সকাল ৯টার দিকে ওই এলাকার আলাল, আনোয়ারুল, নবনা, রেজাউল, সাইদুল, লোকমান ও নাসিরের নেতৃত্বে প্রায় শতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের সমিতির লাগানো উল্লেখিত গাছপালা কেটে ধ্বংস করে এবং বড়