॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে রাজবাড়ীসহ ৬টি জেলা দলের অংশগ্রহণে ৩দিনব্যাপী ‘জেএফএ অনূর্ধ-১৪ মহিলা ফুটবল প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
গতকাল ২০শে আগস্ট দুপুর সোয়া ২টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক। এ সময় অন্যান্যের মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বাফুফে’র প্রতিনিধি মোঃ ফারুক হোসেন পিন্টু, কোচ দীপক চন্দ্র নাথ, ক্রীড়া কর্মকর্তা শাহিন সুলতান রাজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর ১ম খেলায় মাদারীপুর জেলা দল ট্রাইব্রেকারে ৩-০ গোলে ফরিদপুর জেলা দলকে এবং ২য় খেলায় গোপালগঞ্জ জেলা দল ১০-০ গোলের বিশাল ব্যবধানে বরগুনা জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলার ধারাভাষ্য প্রদান করেন ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুন।
১ম খেলায় বিজয়ী মাদারীপুর জেলা আজ ২১শে আগস্ট দুপুর সোয়া ২টায় রাজবাড়ী জেলা দলের সঙ্গে এবং ২য় খেলায় বিজয়ী গোপালগঞ্জ জেলা দল বিকাল ৪টায় মানিকগঞ্জ জেলা দলের সঙ্গে খেলবে। আগামীকাল ২২শে আগস্ট বেলা সোয়া ৩টায় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।