॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর-রাজবাড়ী ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব ড.আহমদ কায়কাউস।
গতকাল ১৪ই আগস্ট বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে রাজবাড়ী সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে জেলার বিদ্যুতের সমস্যা নিয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনাকালে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি বিদ্যুৎ বিভাগের সচিবকে অবহিত করেন। আলোচনান্তে বিদ্যুৎ বিভাগের সচিব ফরিদপুর-রাজবাড়ী ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান এবং রাজবাড়ী শহরের উপকণ্ঠে বাগমারায় ভেড়ামারা-কুষ্টিয়া সঞ্চালন লাইনের মাধ্যমে ১৩২/৩৩ কেভি, ১০০ এমভিএ গ্রীড সাব-স্টেশন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার উপরও গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় জেলা প্রশাসক রাজবাড়ী জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বর্তমান বরাদ্দের অতিরিক্ত আরও ৫মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের জন্য সচিবকে অনুরোধ জানালে তিনি অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ প্রদানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম.এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, ওজোপাডিকো লিঃ এর নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এরআগে বিদ্যুৎ বিভাগের সচিব ড.আহমদ কায়কাউস রাজবাড়ী সার্কিট হাউজে পৌছালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাকে ফুলেল অভ্যর্থনা জানান।