॥কবির হোসেন॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গতকাল ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর পূর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. সৈয়দা নওশীন পর্ণিনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ। অতিথিদের বক্তব্যের শেষে অ্যাক্রোবেটিক শিল্পীরা মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এবং জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পালসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়াও প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিটি অ্যাক্রোবেটিক শিল্পীর গলায় শুভেচ্ছা মেডেল পরিয়ে দেওয়া হয়।