॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শহরের সততা ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে ভূয়া ডাক্তার কর্মরত থাকার সন্দেহে গতকাল ৬ই আগস্ট বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আঞ্জুমারা সুমি ও ডাঃ তরুণ কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, তাদের নিকট গোপন সংবাদ ছিল সমতা ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে একজন ভূয়া ডাক্তার নিয়মিত রোগী দেখে ও প্রতারণা করে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযুক্ত ডাক্তার এম.এ জামান সেলিমের সনদপত্র যাচাই-বাছাই করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আঞ্জুমারা সুমি সঠিক বলে জানালে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।