॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার ৩য় বারের মত জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে গত ২রা আগস্ট জেলার বাছাই কমিটি কর্তৃক জেলার ৫জন উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে তাকে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। নাসরিন আক্তার ২০০৬ সালের ২২শে অক্টোবর উপজেলা শিক্ষা অফিসার পদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যোগদান করেন। রাজবাড়ী সদর উপজেলায় যোগদানের পূর্বে তিনি কুষ্টিয়ার খোকসা ও ফরিদপুরের মধুখালী উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে ২০১৪ ও ২০১৬ সালেও তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নিবাচিত হন। নাসরিন আক্তারের স্বামী মোহাম্মদ মিজানুর রহমান রাজবাড়ী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র সন্তানের জননী। তার জন্ম মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লি¬ষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের দোয়া কামনা করেছেন।