॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ অসুস্থ্য গরু জবাই করার চেষ্টা করায় বালিয়াকান্দি বাজারের সালাউদ্দিন মিয়া(৩৮) নামের এক কসাইকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্টি এলাকার রুস্তম মিয়ার ছেলে।
গতকাল ৩রা আগস্ট বেলা ১১টার দিকে বালিয়াকান্দি বাজার থেকে তাকে অসুস্থ্য গরুসহ আটক করে থানায় নেওয়ার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম রকিব হায়দার।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, বেলা ১১টার দিকে কসাই সালাউদ্দিন অসুস্থ্য গরুটি জবাই করতে যায়। এ সময় বাজারের লোকজন ফোন করে আমাকে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অসুস্থ্য গরুসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানোর পর তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪/১ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম ও বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।