বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এর ১২তম সাধারণ সভা গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান বাংলাদেশ রাসায়নিক অস্ত্র কনভেনশন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, আরসিডিএস, এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি, পিএইচডি।
সভায় রাসায়নিক অস্ত্র কনভেনশনের উদ্দেশ্য পূরণকল্পে তফসিলভূক্ত রাসায়নিক দ্রব্যের উৎপাদন/ব্যবহার এবং তফসিলবর্হিভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্যের  উৎপাদন সংক্রান্ত সামগ্রিক তথ্য উপাত্ত প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও এসব রাসায়নিক দ্রব্য ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত এনরোলমেন্ট সফটওয়্যার, চট্টগ্রাম কাস্টম ট্রেনিং একাডেমী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষন কারিকুলামে রাসায়নিক অস্ত্র কনভেনশন সম্পর্কিত মডিউল সমূহ অন্তর্ভূক্তিকরণ, প্রশিক্ষন কারিকুলাম, রাসায়নিক কারখানা সমূহের জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক তালিকাভূক্তি এবং ভবিষ্যত কর্মকান্ড সম্পর্কেও আলোচনা করা হয়।
এছাড়াও যে কোন রাসায়নিক দূর্যোগ সংক্রান্ত কর্মসূচী প্রস্তুতির প্রয়োজনীয়তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আওতায় এ্যাসিসট্যান্স এন্ড প্রোটেকশন বিষয়ক প্রশিক্ষন প্রদানের জন্য পার্সোনাল প্রক্টেটিভ ইকুইপমেন্ট ত্রয়ের প্রয়োজীয়তা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক স্থল, নৌ ও বিমান বন্দরের কাষ্টম হাউজসমূহের এন্ট্রিপয়েন্টগুলোতে বিষাক্ত রাসায়নিক দ্রব্যের পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরীসমূহ সচল করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয় ।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এবং তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন   -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!