॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ট্রাফিক পুলিশ গত ১লা জুলাই থেকে গতকাল ২৫শে জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর দায়ে মোটরযান আইনে ৩০৭টি মামলা দায়ের করেছে। সেই সাথে বৈধ কাগজপত্র না থাকায় ৫৫টি মোটর সাইকেল আটক করা হয়।
রাজবাড়ী ট্রাফিক পুলিশের ইনচার্জ টি.আই মৃদৃল কান্তি দাস জানান, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে গত ২১শে জুন সকালে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা শহরের ১নং রেলগেট এলাকাসহ জেলা গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন মোটর সাইকেল চালক, বিভিন্ন যানবাহন চালক, পরিবহন শ্রমিক ও জনসাধারণের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। পুলিশ সুপারের আহবানের পর রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেল চলাচল বন্ধ না হওয়ায় ট্রাফিক পুলিশ অভিযানে নামে।
টি.আই মৃদৃল কান্তি দাস আরো বলেন, পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশে গত এক সপ্তাহ ধরে রাজবাড়ী শহরের বিভিন্ন পয়েন্টে চেকিং অভিযান চালানো হচ্ছে। অভিযানে ১লা জুলাই থেকে গতকাল ২৫শে জুলাই দুপুর পর্যন্ত হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর দায়ে ৩০৭জনের বিরুদ্ধে মোটরযান আইনে ৩০৭টি মামলা করা হয়েছে। একই সাথে বৈধ কাগজপত্র না থাকায় ৫৫টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়াও নিরাপত্তার স্বার্থে ৯জন মোটর সাইকেল মালিককে নতুন হেলমেট কিনতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, ট্রাফিক পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।