Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এবার বালিয়াকান্দি ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন প্রায় ৪লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে গত ১৭ই জুলাই জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সর্দারের কাছ থেকে ৩লাখ ৮৮হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
এ ঘটনায় জামালপুর চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সরদার গতকাল ১৮ই জুলাই দুপুরে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সর্দার জানান, গত ১৭ই জুলাই বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ইউএনও’র ব্যবহৃত দাপ্তরিক ০১৭৩৩৩৩৬৪০৭ নং মোবাইল নম্বর থেকে আমার ০১৭১৫১০৩৭৬৭ নম্বরে ফোন করে টিআর, কাবিখা ও জিআর-এর জন্য মন্ত্রাণালয়ে টাকা পাঠাতে হবে বলে জানায়। কিছুক্ষণ পর ০১৮৪৯৪৫৪০২৮ নম্বর থেকে ফোন করে আমাকে টাকা পাঠানোর জন্য ২২টি বিকাশ নম্বর দেওয়া হয়। আমি কিছু বুঝে উঠার আগেই সরল বিশ্বাসে বিভিন্ন দোকান থেকে ৩লাখ ৮৮হাজার টাকা বিকাশ করে দেই। পরে ইউএনও’র কার্যালয়ের উচ্চমান সহকারী এস.এম আসলাম আমাকে ফোন করে জানান, ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণা করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। প্রয়োজনে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের উক্ত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
টিআর, কাবিখা ও জিআর বরাদ্দের জন্য এ ধরনের লেনদেন ইতিপূর্বে করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে জামালপুর চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সরদার বলেন, আমি সরল বিশ্বাসে প্রতারক চক্রের ফাঁদে পড়েছি। এর চেয়ে বেশী কিছু তিনি বলেননি।