॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৭ই জুলাই দুপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আল বেগ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজারসহ ১০জনকে আটক করে।
পরে আটককৃতদের ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিকের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ড বিধির ২৯৪(ক) ধারায় হোটেল ম্যানেজারকে ১মাসের এবং অসামাজিক কাজে জড়িত অন্যান্যদেরকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডিতরা হলো ঃ আল বেগ হোটেলের ম্যানেজার ফরিদপুরের বোয়ালমারী থানার মৃত জীতেন্দ্র দেবনাথের ছেলে অধীর চন্দ্র দেবনাথ(৬৫), ভাঙ্গা থানার হামিরদী গ্রামের আখতার হোসেনের মেয়ে পারভীন আক্তার(৩৬), কোতয়ালী থানার চরকমলাপুর গ্রামের কাজল ব্যাপারীর মেয়ে রেনু আক্তার(২৩), বোয়ালমারী থানার চরবাগদিয়া গ্রামের মজিদ মোল্লার মেয়ে সাবিনা বেগম(৩৩), রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকার শুকুর বেপারীর মেয়ে সোনিয়া খাতুন(২৫), বড়নূরপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে রানা শেখ(২৬), রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার মজিদ গাজীর মেয়ে লুনা খাতুন(২৬), বরগুনা জেলার সরিষাবাড়ী থানার মনিরুল হাওলাদারের মেয়ে ঝুমুর হাওলাদার(৩০) এবং গোপালঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের আরব আলী মুন্সীর ছেলে মফিজুল ইসলাম(২৫)। পরে সাজাপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।