Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দুর্নীতি প্রতিরোধে দেশের সকল ভূমি অফিসে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হবে : ভূমিমন্ত্রী

॥স্টাফ রিপোর্টার॥ দুনীতি প্রতিরোধে দেশের সকল ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি গতকাল ২২শে আগস্ট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে আমাদের সকলকে আরো কঠোর হতে হবে। দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত ‘কাউন্সেলিং’ ও ‘রিফ্রেসার্স ট্রেনিং’ করানো হবে।
ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধ পত্র পাঠানো হবে বলেও জানান সাইফুজ্জামান চৌধুরী।
ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।