Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিমান পুনরায় ২২শে আগস্ট থেকে ভারতে ফ্লাইট পরিচালনা শুরু করবে

॥স্টাফ রিপোর্টার॥ ভারতের সঙ্গে বিমান চলাচল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২২শে আগস্ট থেকে পুনরায় ফ্লাইট চালু করবে।
ঢাকা-দিল্লী রুটে ফ্লাইট চলবে রোববার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল ১৮ই আগস্ট এ কথা বলা হয়।
গতকাল ১৮ই আগস্ট পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন আশা প্রকাশ করেন ২০শে আগস্ট নাগাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তির অধীনে আকাশ পথে যোগাযোগ স্থাপিত হবে।
ড. মোমেন বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়।
এরআগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকে(ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠায়।
দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তির আওতায় কোভিড-১৯ মহামারি চলাকালে নির্দিষ্ট বিধি-নিষেধ মেনে বাংলাদেশ ও ভারতের এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে।