Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বেসরকারী পর্যায়ে এলপি গ্যাসের দাম আবারো কমিয়েছে সরকার

॥স্টাফ রিপোর্টার॥ বেসরকারী পর্যায়ে আবারো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের(এলপিজি) দাম কমিয়েছে সরকার।
১২ কেজি সিলিন্ডার আজ ১লা জুন থেকে ৮৪২ টাকায় বিক্রি হবে, যা এ মাসে বিক্রি হয়েছে ৯০৬ টাকায়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি) এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে। আজ ১লা জুন থেকে এটি কার্যকর হবে।
গতকাল ৩১শে মে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, অটোগ্যাসের (গাড়ীতে ব্যবহার করা গ্যাস) দামও পুনঃনির্ধারণ করা হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভার্চুয়াল অনুষ্ঠানে বিইআরসি’র চেয়ারম্যান আবদুল জলিল এ ঘোষণা দিয়ে বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয়যুক্ত। সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর এবং সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়েছে। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়েছে।
অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস ও উপ-পরিচালক কামরুজ্জামান।
উল্লেখ্য, গত ১২ই এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন সৌদি রাষ্ট্রীয় কোম্পানী আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নিট মূল্য ধরা হয়েছিল। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে।