॥আন্তর্জাতিক ডেস্ক॥ ভারতে করোনা ভাইরাসে মৃত্যুতে আবারো নতুন রেকর্ড তৈরি হয়েছে। আগের দিনের রেকর্ড ভেঙে দেশটিতে গতকাল বৃহস্পতিবার ৩ হাজার ৬৪৫ জন মারা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৩২ জন। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এ সংখ্যা আরো বেশি হবে।
ভারতে করোনার তীব্র সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৮০ হাজার লোক যা নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে।
এই একটি মাসে ভারতে ৬০ লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে।
দেশটিতে করোনার সংক্রমণ তীব্র হওয়ার কারণ হিসেবে ভাইরাসটির নতুন ধরনের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে গণজমায়েতকে দায়ী করা হচ্ছে।
সংক্রমণ তীব্রভাবে বাড়তে থাকায় দেশটির হাসপাতাল গুলোতে রোগীর উপচে পড়া ভিড় লেগেই আছে। এছাড়া তৈরি হয়েছে অক্সিজেনের তীব্র সংকট। বিশেষ করে দিল্লীর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ।