॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় গতকাল ১৭ই মার্চ আরো ১১জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যবিধি না মানা এবং করোনার ভ্যাকসিন গ্রহণের আগ্রহ না বাড়ায় উদ্বেগ আরো গভীর হচ্ছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গতকাল বুধবার ২দফায় জেলার আরো ৫০ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১১জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের ৯জন রাজবাড়ী সদর উপজেলার এবং ১জন করে গোয়ালন্দ ও পাংশা উপজেলার।
এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট ৩হাজার ৪৯২ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩হাজার ৪৩৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন, ২জন হাসপাতালে ভর্তি ও ২৩জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং ৩০ জন মারা গেছেন।
অপরদিকে, গত ১৬ই মার্চ পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট ২৬ হাজার ৩৬৯ জন করোনার টিকা (প্রথম ডোজ) গ্রহণ করেছেন, তাদের মধ্যে ১৫ হাজার ৯৪৬ জন পুরুষ ও ১০ হাজার ৪২৩ জন মহিলা।