বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি (ডিসিসি)’র সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি সদর হাসপাতালের সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ একেএম গোলম ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দোকার গোলাম মোস্তফা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহম্মেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী প্রমুখ।
সভায় পূর্বের সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড. সৈয়দা নওশীন পর্ণিনী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় গণপূর্ত বিভাগ রাজবাড়ীতে যে সমস্ত সরকারী স্থাপনা নির্মাণের কাজ করছে তা হস্তান্তর, জেলা ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মাণে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো স্বল্প সময়ের মধ্যে সমাধান করে কাজের অগ্রগতি সাধন করা, রাজাবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ককে প্রশস্ত করার জন্য গোয়ালন্দ মোড় থেকে পাংশা পর্যন্ত গাছসহ সকল অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ পাবলিক প্লেসে টয়লেট নির্মাণ করা হচ্ছে সেগুলো পরিস্কার-পরিচ্ছন্ন ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করাসহ দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে স্থায়ী ভিত্তিতে ভালো টয়লেট নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ, বিদ্যুৎ বিভাগ কর্তৃক দৌলদতদিয়া পুলিশ বক্সের সামনেসহ গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন করাসহ শহরের বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের জন্য রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙ্গণ কবলিত অঞ্চলে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও সভার কার্যবিবরণী অনুযায়ী জেলার অন্যান্য সরকারী বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ যে সমস্ত বিষয়ে সমস্যা রয়েছে সেগুলো নিরসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!