॥স্টাফ রিপোর্টার॥ সরকার ঘোষিত “জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮”-এর বিধান অনুযায়ী ২০১৯-২০২০ কর বছরে সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত ৫২৪ জন সেরা করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল ১১ই ফেব্রুয়ারী কর অঞ্চল-৩ এর সম্মেলন কক্ষে কর কমিশনার এম এম ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী জেলার ৭জন করদাতাসহ নির্বাচিত অন্যান্য করদাতাকে ট্যাক্স কার্ড ও সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, ২০১৯-২০২০ কর বছরে রাজবাড়ী জেলায় ১ম সর্বোচ্চ কর প্রদানকারী ক্যাটাগরীতে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, ২য় সর্বোচ্চ সেরা করদাতা পাংশার মাগুরাডাঙ্গী গ্রামের ঠিকাদার কে এম ফজলে আলী এবং রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বাসিন্দা মোবাইল ফোনের ডিস্টিবিউটর আব্দুল কুদ্দুস খান তৃতীয় সর্বোচ্চ সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছেন।
এছাড়াও একই কর বছরে রাজবাড়ী জেলার সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ক্যাটাগরিতে “রাজবাড়ী ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনের” সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা মিসেস রাবেয়া পারভীন, তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে এবারেও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল এবং দীর্ঘ মেয়াদী করদাতা ক্যাটাগরিতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী ও আয়কর আইনজীবী মোঃ ইউসুফ খান জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছেন।
অনুষ্ঠানে কর কমিশনার এম এম ফজলুল হক তাদের হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৭-২০১৮ কর বছরে রাজবাড়ী জেলার সেরা করদাতার হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং তার পুত্র আশিক মাহমুদ মিতুল তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে “সেরা তরুণ করদাতা-২০১৮” সম্মাননায় ভূষিত হন।
এরআগে ২০১৬-২০১৭ কর বছরে রাজবাড়ী জেলা ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কর পরিশোধের জন্য প্রথম বারের মতো জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) কর্তৃক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননায় ভূষিত করে।
এছাড়াও ২০১৬-২০১৭ অর্থ বছরে জেলার সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ক্যাটাগরিতেও “রাজবাড়ী ফিলিং স্টেশন এবং কাজী ফিলিং স্টেশনের” সত্ত্বাধিকারী ও নারী উদ্যোক্তা মিসেস রাবেয়া পারভীন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ট্যাক্স কার্ড ও সম্মাননা পান। তিনি রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহধর্মিনী।