॥মোখলেছুর রহমান॥ ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী পল্ল¬ী বিদ্যুৎ সমিতির আয়োজনে গতকাল ২৪শে জুন বিকেলে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পল্ল¬ী বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
মৃগী ইউপির চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সাগর মোল্ল¬ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী পল্ল¬ী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার গোলাম আহম্মেদ এবং কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি ইউসুফ হোসেন বিশ^াস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল রানা, যুবনেতা সদর উদ্দিন, মৃগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস.এম হারুন অর রশিদ প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্রনেতা ইমরুল কায়েস সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, এই চন্ডিপুরের মানুষ আমার অত্যন্ত আপনজন। তাই আজ তাদের মুখে হাসি ফুটাতে পেরে ভাল লাগছে। এতদিন তারা বিদ্যুতের আলো থেকে দূরে ছিল। এখন থেকে তারা বিদ্যুতের আলো পাবে, দৈনন্দিন প্রয়োজন মিটাতে পারবে। এটাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা।
বিএনপিকে নেতাশূন্য দল হিসেবে উল্লে¬খ করে তিনি বলেন, বিএনপিতে যোগ্য কোন নেতা নেই বলেই তাদের আজ এই অবস্থা। ক্ষমতায় থাকতে তারা শুধু নিজেদের পকেট ভারী করেছে। শেখ হাসিনার সরকার সেটা না করে দেশের মানুষের জন্য কাজ করছে, তাই দেশের এত উন্নতি হচ্ছে। শেখ হাসিনা জনগণের কাছ থেকে ভোট নিয়ে সেই অনুযায়ী কাছ করছে কিন্তু বিএনপির শুধু ধোঁকা দিয়ে জনগণের কাছ থেকে ভোট নিয়েছে কিন্তু জনগণের কল্যাণে কোন কাজ করে নাই। তাই আর দেশের মানুষ বিএনপিকে চাচ্ছে না। আওয়ামী লীগ সরকার দেশের সার্বিক উন্নয়ন করছে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশে^র দরবারে পরিচিতি লাভ করবে। দেশকে আরো দ্রুত উন্নয়ন করার জন্য আমাদের সকল কাজে সহযোগিতা করতে হবে এবং আগামী নির্বাচনে আমাদেরকে ভোট দিতে হবে। নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। তাহলে এ এলাকায় আরো উন্নয়ন হবে। এ সময় তিনি উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে দাবী করা বেশ কিছু কাজ খুব দ্রুত করে দেওয়ার আশ^াস দেন।