Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ভার্চুয়াল বিপনন প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ীতে ভার্চুয়াল বিপনন প্রতিষ্ঠান এসবিসিএলডিবি’র এডভান্স মার্কেটিং এন্ড সেলস প্রমোট কার্যক্রমের আওতায় ৩৩ জন লটারী বিজয়ী ক্রেতার মধ্যে টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ১২ই জানুয়ারী বিকালে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার নান্নু টাওয়ারে প্রতিষ্ঠানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লটারী বিজয়ী ক্রেতাদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় এসবিসি-এলডিবি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি মজিবর রহমান, সদর উপজেলা প্রতিনিধি মনির হোসেন, বালিয়াকান্দি উপজেলার প্রজেক্ট ইনচার্জ তানভীর আহম্মেদ, কালুখালী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর খান, পাংশা উপজেলা প্রতিনিধি সুলতান আহম্মেদ বাবু, আরএমও রতন মন্ডল, মার্কেটিং অফিসার তৌহিদ মির্জা, হাসিবুল হক শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এসবিসি-এলডিবি’র স্থানীয় কর্মকর্তারা জানান, তাদের প্রতিষ্ঠান ভোক্তাদের সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরাসরি সংযোগ ঘটিয়ে পণ্য বিপননের কার্যক্রম পরিচালনা করে। এসবিসি-এলডিবি’র সাথে চুক্তিবদ্ধ দোকান থেকে কেনাকাটা করলে মোবাইল ফোনে এসএমএস দেয়া হয়। পরবর্তীতে নির্দিষ্ট সময় পর পর লটারীর মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গত ১লা জানুয়ারী থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম লটারীর প্রথম পুরস্কার (১৭ ইঞ্চি এলইডি টেলিভিশন) যিনি পেলেন তার নাম নিয়ামুল আলম।