॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ৬নং ওয়ার্ডে বলাই স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা গতকাল ২৫শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে সেমিফাইনাল খেলে ৪টি দল। তাদের মধ্যে ২টি দল জয়ী হয়। ২টি দলের ফাইনাল খেলা সজ্জনকান্দা সুভাষ ঠাকুরের মাঠে রাত ৯টায় অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় এ.বি স্পোর্টস বিজয়ী এবং রার্নাস আপ হয় ফ্লেমিং স্পোর্টস। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন এডঃ অভিজিৎ সোম, পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের এইচ.আর এডমিন নীল আকাশ, অসিত সাহা, অয়ন চক্রবর্তী ও প্রসাদ মিত্র প্রমুখ। টুর্নামেন্টটি গত ১৮ই ডিসেম্বর শুরু হয়ে ২৫শে ডিসেম্বর শেষ হয়।