॥আন্তর্জাতিক ডেস্ক॥ বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের নিশ্চিত সংখ্যা গতকাল সোমবার চার কোটি ছাড়িয়ে গেছে। এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা যায়।
বিশ^জুড়ে ৪ কোটি ২৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ লাখ ১৩ হাজার ৮৯৬ জন।
এর মধ্যে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫৪ হাজার ৯৩৫ জন, ভারতে এ সংখ্যা ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩ জন এবং ব্রাজিলে ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪জন।
গত ৭দিনে ২৫ লাখেরও বেশি লোকের আক্রান্ত হওয়ার খবর এসেছে। গত বছর চীনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর এক সপ্তাহে সবেচেয়ে বেশি লোকের আক্রান্ত হওয়ার খবর এটি।