॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল ২৮শে আগস্ট নতুন যে ৪৭জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে সস্ত্রীক সাংবাদিক আসজাদ হোসেন আজু রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২হাজার ৫৩৫ জনে।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার গত ১০ই আগস্ট মাঠ পর্যায়ের প্রশাসনকে মারাত্মক এ ভাইরাস প্রতিরোধে জনগণকে মুখোশ/মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিলেও রাজবাড়ীতে প্রয়োগ হচ্ছে ঢিলেঢালা ভাবে। এতে রাজবাড়ী জেলার সর্বক্র করোনার সংক্রমণ বেড়েছে বহুগুনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ২৮শে আগস্ট জেলার আরো ১০১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তারা গত ২৫শে আগস্ট করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। গত ২৭শে আগস্ট পরীক্ষায় তাদের মধ্যে ৪৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া ২জনের ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে। আগের দিন গত ২৭শে আগস্ট পর্যন্ত আক্রান্ত ২হাজার ৪৮৮ জনের মধ্যে ২১জন মারা গেছেন এবং ১হাজার ৫০৫ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩১জন হাসপাতালে ভর্তি এবং ৮৯৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গতকাল ২৮শে আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আব্দুল করিম(৪৬), নূপুর(৩৩), আঃ রাজ্জাক(৫০), শেখ মোঃ মনির(৩৩), ছালেহা খাতুন(৩৩), শামীমা(৪৫), মোঃ আব্দুল আজিজ(৬০), নূরুল ইসলাম(৮০), পারভেজ(২০), রানা(৩৪), কল্পনা(৪৬), তানিয়া(২৮), গোলাম আলী(৫৩), আছিরুদ্দিন(৪৫), রমজান বিশ্বাস(৫৬), বালিয়াকান্দি উপজেলার খোকন(৩৬), মোঃ মনিরুজ্জামান(৫৬), মেরাজুল ইসলাম(৩৮), নাহার(৬০), ময়নুল হাকিম(৬৭), মোঃ সোলেমান(৫৫), সাদিয়া আক্তার(২৯), সাধন অধিকারী(৭০), নিমাই চন্দ্র বিশ্বাস(৪৮), বেবী আক্তার(২৫), হাফিজুর রহমান(৫৫), রিয়াজ মন্ডল(২৬), মনিরুজ্জামান মনির(৩৯), তরিকুল ইসলাম(২০), মোঃ ইকবাল হোসেন(৩৯), গোয়ালন্দ উপজেলার আসজাদ হোসেন আজু(৪৬) ও তার সহধর্মিনী ছোট ভাকলা ইউপির বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জমিলা খাতুন(৩৬), পাংশা উপজেলার জিয়া(৪০), রনি ইসলাম(২০), সাদ্দাম(২৬), শ্যামল কুমার দাশ(৫২), মোকছেদ আলী(৫৪), সালমা(৩৬), মরিয়ম নেছা(২৮), সোহেল রানা(২১), সোনিয়া(২৭), রুনা শীল(৩৫), কালুখালী উপজেলার তাসকিয়া তাজরিন রাইতা(৩), মোহাম্মদ আলী খান(৬০), জোবাইদা বেগম(৪৫), সৈয়দ মোহাম্মদ হোসেন(৪৯), হাসিনা(৪০)। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার মিম(২৩) ও রাজু(৩২) নামের ২জনের ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে।
উল্লেখ্য, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদারের মা মমতাজ বেগম(৬৬) গত ২৫শে আগস্ট করোনায় আক্রান্ত হয়ে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের বাড়ীতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭২ সালে গোয়ালন্দ উপজেলার প্রথম মহিলা শিক্ষক হিসেবে বালিয়াকান্দি সরকারী প্রাইমারী স্কুলে যোগদান করেন এবং ২০১৩ সালে হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। গোয়ালন্দ উপজেলার প্রথম মহিলা শিক্ষক এবং একজন আদর্শ মা হিসেবে ২০১৫ সালে তিনি উপজেলা পর্যায়ে সম্মাননা লাভ করেন।
সাংবাদিক আসজাদ হোসেন আজু শিকদার সস্ত্রীক করোনা মুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন।