সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৬৩হাজার ৪৯০জন

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০

॥আন্তর্জাতিক ডেস্ক  ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৪৯০ জন। আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ৬২ হাজার ২৫৮ জন করোনামুক্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে রোববার এ কথা জানানো হয়।

গতকাল সকাল ৮ টায় প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, ভারতে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯ হাজার ৯৮০ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৯৪৪ জন।

ভারতে ৭ আগস্টের পর থেকে প্রতিদিন ৬০ হাজারের বেশী করোনা আক্রান্ত হচ্ছে, কেবল ১১ আগস্ট আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ হাজার ৬০১ জন। মৃত্যুর হার হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ। দেশে বর্তমানে ৬ লাখ ৭৭ হাজার ৪৪৪ জন চিকিৎসাধীন আছে। যা মোট আক্রান্তের ২৬.১৬ শতাংশ। ভারতে গত ৭ আগস্ট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ) জানায়, ১৫ আগস্ট পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৯ হাজার ৭০৩ জনের করোনা টেস্ট হয়েছে, শনিবার ৭ লাখ ৪৬ হাজার ৬০৮ জনের টেস্ট হয়েছে।

২৪ ঘন্টায় মৃত ৯৪৪ জনের মধ্যে মহারাষ্ট্রে ৩২২ জন, তামিলনাড়–তে ১২৭ জন, কর্নটকে ১১৪ জন, অন্ধ্রপ্রদেশে ৮৭ জন, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে ৫৮ জন করে, পাঞ্জাবে ৪০ জন, গুজরাটে ১৯ জন, রাজস্থানে ১৬ জন, মধ্যপ্রদেশে ১৩ জন, দিল্লী এবং হরিয়ানায় ১০ জন করে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!