বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সাথে গত ১৬ই জুলাই বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে কৃষি ও শিক্ষা ক্যাডারে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ২জন। তারা হলেন- বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ওয়াপদা মোড় এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী রমজান আলী এবং নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আমিন উদ্দিন খানের ছেলে আকিদুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে শুভেচ্ছা জানিয়ে কিছু উপহার সামগ্রী প্রদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান -তনু সিকদার সবুজ।