॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতে পরীক্ষামূলকভাবে মানব দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের ট্রায়াল শুরু হয়েছে।
গত ১৬ই জুলাই এতে প্রথম ব্যক্তি হিসেবে অংশ নিলেন আমিরাতের আবুধাবী স্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল হামদী।
উল্লেখ্য, আমিরাতে এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪৬ হাজার জন সুস্থ হয়েছেন এবং ৩৩৫ জন মারা গেছেন। এছাড়া ইতিমধ্যে দেশটির ৪০ লক্ষ মানুষের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে গত দু’দিনে দেশটিতে একজনও করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।