বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে রাজবাড়ী জেলা আ’লীগের নেতৃবৃন্দের শোক

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সাধারণ সম্পাদক কাজী ইরাদত গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল ১০ই জুলাই পৃথক শোকবার্তায় তারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুন(৭৭) গত ৯ই জুলাই রাত সাড়ে ১১টার দিকে(বাংলাদেশ সময়) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা জটিল রোগে গুরুতর অসুস্থ হয়ে তিনি প্রথমে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থা খারাপ হলে গত ৬ই জুলাই সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেয়া হয়। আওয়ামী লীগ ২০০৯ সালে যখন ক্ষমতায় তখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছিলেন। তিন বছর তিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ফোরোমেরও তিনি অন্যতম একজন নেতা ছিলেন। বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তার ভূমিকা প্রশংসিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!