॥স্টাফ রিপোর্টার॥ করোনা সংক্রমণ রোধে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে, তা আগামী ৩রা অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল ৩০শে জুন রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে উল্লেখ করা হয়, করোন ভাইরাসের বিস্তার বোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এখনকার মতো ১লা জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারী-বেসরকারী অফিস চলবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।
এছাড়া ১লা জুলাই থেকে ৩রা অগাস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলেও উল্লেখ করা হয়। তবে এতদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যেত।
এর আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬শে মার্চ থেকে টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০শে মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে।